Lawrence Bishnoi

সলমন খানের পর সঞ্জয় রাউত, জেল থেকে হুমকির অভিযোগ লরেন্স বিষ্ণোইয়ের বিরুদ্ধে

শুক্রবার সঞ্জয় রাউতকে হোয়াটসঅ্যাপ মেসেজে খুনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৩ ১৬:৩৯
Share:
Advertisement

শিবসেনা নেতা ও সাংসদ সঞ্জয় রাউতকে দিল্লিতে একে-৪৭ রাইফেলের গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হবে। এই হুমকি দিয়ে তাঁকে শুক্রবার হোয়াটসঅ্যাপে মেসেজ করা হয় বলে অভিযোগ সঞ্জয়ের। পুলিশে অভিযোগ দায়ের করেছেন তিনি। তদন্তে নেমে ইতিমধ্যেই এক জনকে পুণে থেকে গ্রেফতার করেছে পুলিশ।

গত বছর পঞ্জাবে খুন হন গায়ক ও কংগ্রেস নেতা সিধু মুসেওয়ালা। পুলিশের দাবি, সেই ঘটনার মূল ষড়যন্ত্রী লরেন্স। এর আগে অভিনেতা সলমন খানকেও খুনের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে জেলবন্দি গ্যাংস্টারের বিরুদ্ধে। সঞ্জয় রাউতের অবশ্য দাবি, তিনি এই হুমকিতে মোটেই বিচলিত নন। যদিও মহারাষ্ট্রের বিজেপি জোট সরকার এই অভিযোগকে গুরুত্ব দিচ্ছে না বলে অভিযোগ করছেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement