বালির ভাস্কর্যে নারী দিবস, বিভিন্ন পেশার কৃতীদের মুখ ফুটে উঠল পুরীর সমুদ্রতটে
পুরীর সমুদ্রতটে ৮ টন বালি দিয়ে নির্মিত ৭ ফুট উঁচু এই ভাস্কর্যের নাম ‘জয় অব কালারস’।
ভিডিয়ো সৌজন্য: পিটিআই
সংবাদ সংস্থা
পুরীশেষ আপডেট: ০৮ মার্চ ২০২৩ ১৭:০২
Share:
Advertisement
আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস উপলক্ষে পুরীর সমুদ্রতটে বালির ভাস্কর্য নির্মাণ করলেন শিল্পী সুদর্শন পট্টনায়ক। নাম দিয়েছেন ‘জয় অব কালারস্’। বিভিন্ন পেশার কৃতী মহিলার মুখ উঠে এসেছে স্থাপত্যে।