প্রতিবেদন ও চিত্রগ্রহণ: প্রিয়ঙ্কর
সদ্য শেষ হওয়া ‘পিপল্স ফিল্ম ফেস্টিভ্যালে’ নিজেদের তথ্যচিত্র ‘ট্রান্স কাশ্মীর’ নিয়ে এসেছিলেন ছবির অন্যতম পরিচালক এস আকমল হানান। কেমন জীবন কাশ্মীরের এই প্রান্তিক মানুষদের? তাঁদের দৈনন্দিন লড়াইটাই বা কী রকম? কাশ্মীরে শুটিং করা কতটা কঠিন ছিল? তথ্যচিত্র নির্মাতাদের জন্য কতটা প্রয়োজনীয় এ ধরণের চলচ্চিত্র উৎসব এবং ওটিটি প্ল্যাটফর্ম? আনন্দবাজার অনলাইনের সঙ্গে খোলাখুলি আড্ডায় হানান।