Second Hand Goods Fair

মথুরাপুরে মকর সংক্রান্তির ‘ভাঙাচোরা মেলা’, সাধ্যহীনের সাধ মেটানোর হদিস

প্রতি বছর পৌষ সংক্রান্তির সময় পুরনো, ব্যবহৃত জিনিসের মেলা বসে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর থানার দক্ষিণ বিষ্ণুপুর গ্রামে।

সম্পাদনা: বিজন

নিজস্ব সংবাদদাতা
মথুরাপুর শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২৩ ১৯:০০
Share:
Advertisement

পুরনো, ব্যবহৃত জিনিসপত্রের মেলা। দূরদূরান্ত থেকে লোক আসেন দক্ষিণ ২৪ পরগণার মথুরাপুর থানার দক্ষিণ বিষ্ণুপুর গ্রামের এই মেলায়। লোকমুখে নাম, ‘ভাঙাচোরা মেলা’। সাবেক আমলের আসবাব থেকে হাল আমলের ফ্রিজ, এলইডি স্ক্রিন, কম্পিউটার কিংবা স্মার্টফোন কিনতে ভিড় করেন মানুষ। তবে পুরনো, হাতবদল হওয়া জিনিসের পাশাপাশি বিক্রি হয় নতুন পণ্যও।

কিংবদন্তী অনুযায়ী, মেলার শুরু চৈতন্যদেবের এই গ্রামে আসাকে কেন্দ্র করে। পৌষ সংক্রান্তিতে শুরু হয়ে মথুরাপুরের ‘ভাঙাচোরা মেলা’ চলে এক মাস ধরে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement