Srijit Mukherji

সৃজিতের ছবির তেলুগু রিমেক, অথচ গল্পকারের নাম নেই!

সৃজিতের ভিঞ্চি দা’র তেলুগু রিমেক ‘রাবণাসুরা’। ফেসবুকে ছবির পোস্টার শেয়ার করলেন সৃজিত। মুখ্য চরিত্রে কোন দক্ষিণী তারকা?

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৩ ১৯:০৬
Share:
Advertisement

একাধিক বাংলা ছবি রয়েছে যা দক্ষিণী ছবির রিমেক। তবে এ বার বাংলা ছবির আদলে তেলুগু ছবি! নেপথ্যে পরিচালক সুধীর বর্মা। ছবির নাম ‘রাবণাসুরা’।‘এক বারের জন্য হলেও টেবিল ঘুরে গিয়েছে’, বাংলা ছবির তেলুগু রিমেক নিয়ে বললেন সৃজিত।

সৃজিত মুখোপাধ্যায়ের সাইকোলজিকাল থ্রিলার ‘ভিঞ্চি দা’র উপর ভিত্তি করে তৈরি এই ছবি। মুখ্য চরিত্রে দক্ষিণী তারকা রবি তেজা। ভিঞ্চিদা-র মূল গল্পটি লিখেছিলেন সৃজিত মুখোপাধ্যায় এবং রুদ্রনীল ঘোষ। ভিঞ্চিদা-র তেলেগু রিমেকে কোথাও উল্লেখ করা হয়নি মূল গল্পকারের নাম। এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন সৃজিতের অনুরাগীদের একাংশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement