বারাণসীর ‘আবির গুলাল’ এ বার রাঘব চট্টোপাধ্যায়ের নতুন গানে
দোল উপলক্ষে নতুন গান রেকর্ড করলেন রাঘব।
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৩ ২১:০২
Share:
Advertisement
'ডাফকি হোলি'। দোলে নতুন গান রাঘব চট্টোপাধ্যায়ের। এই গানে তাঁর দুই মেয়ে আনন্দী আর আহিরীও বাবার সঙ্গ দিয়েছেন। আনন্দবাজার অনলাইনকে রাঘব জানালেন তাঁর নতুন গানের কথা।