৭ হাজার ৭৬৩ কিলোমিটারের দূরত্ব ঘুচিয়ে এক হয়ে গেল কলকাতা আর রোজ়ারিও।
প্রতিবেদন: তীর্থঙ্কর
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২২ ১৯:০৮
Share:
Advertisement
তিনি আগেও মিলিয়েছেন। তিনি আজও মেলালেন। নীল সাদা রঙ আর ফুটবল শিল্পে মিলে মিশে একাকার হয়ে গেল দুই শহর। সৌজন্যে মেসি। ধুলিপাড়া, ফকির চক্রবর্তী লেন থেকে কালীঘাট, যাদবপুর, বাঘাযতীন, উত্তর থেকে দক্ষিণ— শহর আজ মেসিময়।