israel

বরখাস্ত প্রতিরক্ষামন্ত্রী, নেতানিয়াহুর সিদ্ধান্তের প্রতিবাদে অগ্নিগর্ভ ইজ়রায়েল

প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে ইজ়রায়েলের রাজপথে বিক্ষুব্ধ জনতা। চলছে শ্রমিকদের ধর্মঘট, বন্ধ বিশ্ববিদ্যালয়। তেল আভিভে বন্ধ উড়ান।

সংবাদ সংস্থা
জেরুসালেম শেষ আপডেট: ২৭ মার্চ ২০২৩ ১৮:২০
Share:
Advertisement

রবিবার সন্ধ্যা থেকে বিক্ষুব্ধ জনতার দখলে ইজ়রায়েল। জ্বলছে রাজপথ। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্ব নিয়ে বহু দিন ধরেই ইজ়রায়েলি নাগরিকদের একাংশের মধ্যে ক্ষোভ জমছিল। শনিবার প্রতিরক্ষামন্ত্রী যোয়াভ গ্যালান্টকে বরখাস্ত করেন নেতানিয়াহু। তাতেই ক্ষোভের আগুন মাত্রা ছাড়ায়। ইজ়রায়েলের শ্রমিক সংগঠন ‘ঐতিহাসিক’ ধর্মঘটের ডাক দেয়। বন্ধ জাহাজ পরিষেবা, বিমান চলাচল। ইজ়রায়েল থেকে ম্যাকডোনাল্ডস তাদের দোকান তুলে নেওয়ার কথা জানিয়েছে। মঙ্গলবার থেকে হাসপাতালের নার্সরাও ধর্মঘটের ডাক দিয়েছেন। বিক্ষোভ ছড়িয়েছে দেশের বাইরেও। ওয়াশিংটনের ইজ়রায়েল দূতাবাসে সোমবার ধর্মঘট পালন করা হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement