রবিবার সন্ধ্যা থেকে বিক্ষুব্ধ জনতার দখলে ইজ়রায়েল। জ্বলছে রাজপথ। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্ব নিয়ে বহু দিন ধরেই ইজ়রায়েলি নাগরিকদের একাংশের মধ্যে ক্ষোভ জমছিল। শনিবার প্রতিরক্ষামন্ত্রী যোয়াভ গ্যালান্টকে বরখাস্ত করেন নেতানিয়াহু। তাতেই ক্ষোভের আগুন মাত্রা ছাড়ায়। ইজ়রায়েলের শ্রমিক সংগঠন ‘ঐতিহাসিক’ ধর্মঘটের ডাক দেয়। বন্ধ জাহাজ পরিষেবা, বিমান চলাচল। ইজ়রায়েল থেকে ম্যাকডোনাল্ডস তাদের দোকান তুলে নেওয়ার কথা জানিয়েছে। মঙ্গলবার থেকে হাসপাতালের নার্সরাও ধর্মঘটের ডাক দিয়েছেন। বিক্ষোভ ছড়িয়েছে দেশের বাইরেও। ওয়াশিংটনের ইজ়রায়েল দূতাবাসে সোমবার ধর্মঘট পালন করা হয়।