Suvendu Adhikari

রাষ্ট্রপতির সংবর্ধনায় আমন্ত্রিত নন, ‘দ্রৌপদী মুর্মুকে হারাতে চেয়েছিল এই তৃণমূল’, তোপ শুভেন্দুর

দ্রৌপদী মুর্মুর ধর্ম নিয়ে যারা প্রশ্ন তুলেছিলেন, তাঁরাই আজ তাঁকে ফুলের মালা পরাচ্ছেন: শুভেন্দু অধিকারী

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৭ মার্চ ২০২৩ ১৬:২৫
Share:
Advertisement

বঙ্গ সফরে রাষ্ট্রপতি, আমন্ত্রণ পেলেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ডাকা হল না কোনও বিজেপি সাংসদকেও। দিল্লিতে সাংবাদিক বৈঠক করে তোপ বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের। দিল্লিতে সাংবাদিক বৈঠকে একই সুরে সুর মিলিয়ে রাজ্যের শাসকদলকে নিশানা শুভেন্দু অধিকারীরও। “বয়কট করিনি, সরকারি আমন্ত্রণ পত্রে রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর নাম রয়েছে। দ্রৌপদী মুর্মুকে যাঁরা ভোট দেননি, তাঁরাই আজ তাঁকে ধামসা, মাদল উপহার দিচ্ছেন। যে বিজেপি বিধায়করা ভোট দিয়েছেন তাঁরা আমন্ত্রিত নন। যাঁরা প্রান্তিক জনজাতির এক মানবীকে হারাতে চেয়েছিলেন, তাঁর ধর্ম নিয়ে যাঁরা প্রশ্ন তুলেছিলেন, তাঁরাই দ্রৌপদী মুর্মুকে ফুলের মালা পরাচ্ছেন, ভাল লাগছে আমরা খুশি”, মন্তব্য শুভেন্দু অধিকারীর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement