প্রতিবেদন: শ্রাবস্তী, চিত্রগ্রহণ: অতনু, সম্পাদনা: বিজন
‘অক্ষর’, ‘বর্ণমালা’, ‘প্রিয়’— একের পর এক শব্দ অনায়াসে ফুটে উঠছে তুলির আঁচড়ে। ছবি লিখছেন হিরণ মিত্র। ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজ স্টাডিজ় অ্যান্ড রিসার্চের (আইএলএসআর) উদ্যোগে দু’দিন ধরে আয়োজিত ‘ভাষা মেলা’র শুরুটা ছিল এই রকমই। পাঠ্যক্রম বা গবেষণার পরিসরের বাইরে গিয়ে আরও বেশি সংখ্যক মানুষকে ভাষা নিয়ে কাজ করতে আগ্রহী করে তুলতে এই মেলার ভাবনা বলে জানান আইএলএসআর-এর ডিরেক্টর স্বাতী গুহ। এই মেলায় ছিল ভাষা বিষয়ক আলোচনা সভা, আড্ডা, প্রদর্শনী, চলচ্চিত্র প্রদর্শন, গানের অনুষ্ঠান। বিদেশি ভাষার সঙ্গে পালি, উর্দুর মতো দেশীয় ভাষা চর্চার জন্য অনলাইন শিক্ষণের ব্যবস্থা করছে এই সংস্থা।