বারাণসী থেকে যাত্রা শুরু। পরবর্তী গন্তব্য কলকাতা। সেখান থেকে বাংলাদেশের বরিশাল এবং ঢাকা হয়ে অসমের গুয়াহাটি এবং শেষে ডিব্রুগড়। ভারত এবং বাংলাদেশ মিলিয়ে ৩২০০ কিলোমিটার যাত্রাপথে মোট ২৭টি নদী পেরিয়ে গন্তব্যে পৌঁছবে বিলাসবহুল প্রমোদতরী ‘গঙ্গা বিলাস’। একান্ন দিনের যাত্রাপথে সুযোগ থাকবে ৫০টি ঐতিহাসিক স্থান ঘুরে দেখার। বৃহস্পতিবার নিজের নির্বাচনী কেন্দ্র বারাণসী থেকে বিশ্বের দীর্ঘতম যাত্রাপথের প্রমোদতরীর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।