কালভার্ট যেন মরণ ফাঁদ! তার উপর দিয়েই জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছে ৩-৪ টি গ্রামের প্রায় শতাধিক স্কুল পড়ুয়া থেকে গ্রামের মানুষ জন। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর-১ ব্লকের রাজনগর গ্রাম পঞ্চায়েতের ঝুমঝুমি থেকে দাদপুরগামী রাস্তার উপরে রয়েছে একটি কালভার্ট। তা মাঝ বরাবর ভেঙে গিয়েই বিপত্তি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় ২ বছর আগে ওই কালভার্টের উপর দিয়ে একটি পণ্যবাহী গাড়ি যাওয়ার সময় তা ভেঙে যায়। বাসিন্দাদের অভিযোগ, গ্রাম পঞ্চায়েত থেকে ব্লক প্রশাসনের কাছে কালভার্ট মেরামতের দাবি জানানো হলেও কাজ হয়নি। এ বিষয়ে গ্রাম পঞ্চায়েতের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে দাসপুর ১ নম্বর ব্লক তৃণমূলের সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সদস্য সুকুমার পাত্র বলেন, ‘‘গ্রামবাসীদের অভিযোগ সত্য। পথশ্রী প্রকল্পে ওই রাস্তাটির কাজ হবে। তখন ওই কালভার্ট মেরামত করা হবে।’’