Partha Chatterjee

‘ঘনিষ্ঠ’ অর্পিতার বাড়িতে কোটি কোটি টাকা কী ভাবে এল? অবশেষে মুখ খুললেন পার্থ!

নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রীকেই মূল ‘ষড়যন্ত্রকারী’ বলে আদালতে দাবি সিবিআইয়ের।

প্রতিবেদন: প্রচেতা

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৩ ১৭:৫৬
Share:
Advertisement

দুর্নীতি মামলায় বিস্ফোরক তথ্য উঠে এসেছে দু’জনের গোপন জবানবন্দিতে, সোমবার আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে এমনই দাবি করেন তদন্তকারী সংস্থার আইনজীবী। তিনি জামিনের বিরোধিতা করে জানান পার্থই ষড়যন্ত্রকারী, বাকিরা তাঁদের ভূমিকা পালন করেছেন। তাই কাউকে জামিন দিলে তদন্ত ব্যাহত হবে। অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায় কোর্ট থেকে বেরোনোর সময় জানান, শিক্ষক নিয়োগে মন্ত্রীর কোনও ভূমিকা ছিল না, এসএসসি-সহ তিন নিয়োগকারী সংস্থা নিজেদের নিয়ম মেনে কাজ করে। প্রায় এক বছর ধরে মামলা চলা নিয়ে হতাশাও প্রকাশ করতে শোনা যায় তাঁকে। তবে এই প্রথম অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হওয়া নগদ কোটি কোটি টাকা নিয়ে মন্তব্য করেন পার্থ। সাংবাদিকদের উদ্দেশে এই টাকার উৎস খুঁজে বের করতে বলেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement