প্রতিবেদন: প্রচেতা
দুর্নীতি মামলায় বিস্ফোরক তথ্য উঠে এসেছে দু’জনের গোপন জবানবন্দিতে, সোমবার আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে এমনই দাবি করেন তদন্তকারী সংস্থার আইনজীবী। তিনি জামিনের বিরোধিতা করে জানান পার্থই ষড়যন্ত্রকারী, বাকিরা তাঁদের ভূমিকা পালন করেছেন। তাই কাউকে জামিন দিলে তদন্ত ব্যাহত হবে। অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায় কোর্ট থেকে বেরোনোর সময় জানান, শিক্ষক নিয়োগে মন্ত্রীর কোনও ভূমিকা ছিল না, এসএসসি-সহ তিন নিয়োগকারী সংস্থা নিজেদের নিয়ম মেনে কাজ করে। প্রায় এক বছর ধরে মামলা চলা নিয়ে হতাশাও প্রকাশ করতে শোনা যায় তাঁকে। তবে এই প্রথম অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হওয়া নগদ কোটি কোটি টাকা নিয়ে মন্তব্য করেন পার্থ। সাংবাদিকদের উদ্দেশে এই টাকার উৎস খুঁজে বের করতে বলেন তিনি।