Partha Chatterjee

বিতর্ক এড়াতে হাতের আংটি খুললেন পার্থ, বার্তা দিলেন অভিষেক নিয়েও

আদালতে পার্থ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর।

প্রতিবেদন: প্রচেতা

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৩ ১৫:২৯
Share:
Advertisement

আলিপুর আদালতে নিয়োগ দুর্নীতি মামলার শুনানি। আদালতে পেশ করা হল রাজ্যের প্রাক্তন মন্ত্রী অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়-সহ আরও ৭ জনকে। নতুন করে বিতর্ক এড়াতে এ দিন হাতের আংটি খুলে রেখে আদালতে এসেছেন পার্থ। শুধু তা-ই নয়, নিজের অবস্থান স্পষ্ট করে সোমবার পার্থ চট্টোপাধ্যায় আরও এক বার প্রমাণ করার চেষ্টা করলেন তিনি তৃণমূলের একনিষ্ঠ কর্মী এবং দলের সঙ্গেই আছেন। পঞ্চায়েত ভোটের আগে জেলায় জেলায় জনসংযোগের কর্মসূচি নিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দু’মাস রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, এই কর্মসূচি করবেন তিনি। অভিষেকের ‘তৃণমূলে নব জোয়ার’ কর্মসূচির সাফল্য কামনা করে মন্তব্য করেন পার্থ চট্টোপাধ্যায়। স্বল্প শব্দে তাঁর বক্তব্য, “অভিষেকের কর্মসূচি সফল হোক।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement