আমেরিকার শুল্কযুদ্ধের আবহে বাংলাদেশের উপর ভারতের বাণিজ্যিক নিষেধাজ্ঞা। ভারতীয় বন্দর ব্যবহার করে নেপাল, ভুটান বা মায়ানমারের মতো দেশে পণ্য রফতানি করতে পারবে না বাংলাদেশ। ৮ এপ্রিল কেন্দ্র এ নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করে।
কোভিড পরিস্থিতিতে বাণিজ্যের খাতিরে ভারত বাংলাদেশকে বন্দর এবং সড়কপথ ব্যবহারের অনুমতি দেয়। পণ্য রফতানি করতে বাংলাদেশ এতদিন ভারতকে ট্রানজ়িট রুট হিসেবে ব্যবহার করত। তৃতীয় কোনও দেশে পণ্য রফতানি করতে এই সুবিধা পেত। মঙ্গলবার থেকে সেই সুবিধা বন্ধ করে দিল ভারত।