কলেজ স্ট্রিট, বইপাড়া, কফি হাউস, আড্ডা আর নস্টালজিয়া। ছাত্রজীবনে ফিরে যেতে কার না ভাল লাগে? আর সেলিব্রিটি পরিচালক হলে তো কথাই নেই। রোজকার রুটিন ব্রেক করে নিজেদের কলেজের ক্লাসরুমে ফিরে যাওয়া। পরিচালক সৃজিত মুখোপাধ্যায় আর সুমন ঘোষ। সত্যজিৎ রায়ের প্রসঙ্গ উঠতেই কথায় কথায় ফিরে গেলেন তাঁদের ক্লাস রুমে। সুমন ঘোষ সৃজিতের সিনিয়র, দেখা করলেন এই প্রজন্মের সঙ্গে।