সাগরদিঘি উপনির্বাচনে প্রায় ২৩ হাজার ভোটে তৃণমূল প্রার্থীকে হারালেন বাম-কংগ্রেস জোটের বাইরন বিশ্বাস। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর এক সময়ের ‘গড়’ থেকেই বিধানসভায় খাতা খুলল কংগ্রেস। গত বিধানসভায় সাগরদিঘিতে প্রায় ৫০ হাজার ভোটে জিতেছিলেন তৃণমূল প্রার্থী, অধুনা প্রয়াত সুব্রত সাহা। সেই আসনে মাত্র ২ বছরের ব্যবধানে দল প্রায় ২৩ হাজার ভোটে হারল কী ভাবে, তা নিয়ে জোড়াফুল শিবিরে চর্চা শুরু হয়েছে। শোচনীয় পরাজয় ত্রিপুরাতেও। সেখানে নোটার থেকেও কম ভোট ঘাসফুলের ঝুলিতে। বরং মেঘালয়ে প্রথম বার লড়েই খাতা খুলতে সক্ষম মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। শেষ খবর পাওয়া পর্যন্ত ৩টি আসনে জয়ী তৃণমূল, এগিয়ে আছে আরও ২টি আসনে। বিধানসভা ভোটে দলের ফলাফল নিয়ে কী বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এক সময়ের বিশ্বস্ত সেনাপতি, বর্তমানে এসএসসি দুর্নীতি কাণ্ডে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়? আনন্দবাজার অনলাইনের প্রশ্নের জবাবে আদালতে শুনানি শেষে বেরনোর সময় মুখ খুললেন তৃণমূলের প্রাক্তন মহাসচিব।