নির্বাচন কমিশনের প্রধান কে হবেন, ঠিক করবে প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা এবং প্রধান বিচারপতির প্যানেল, যুগান্তকারী রায় সুপ্রিম কোর্টের। শীর্ষ ন্যায়ালয়ের সংবিধানিক বেঞ্চ এ দিন রায় ঘোষণার আগে পর্যবেক্ষণে বলে, ‘‘নির্বাচন স্বচ্ছ হতে হবে এবং নির্বাচন কমিশনকেই তার নিজের বিশুদ্ধতা বজায় রাখতে হবে।” দেশের সর্বোচ্চ আদালতের এই রায়কে স্বাগত জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘‘সুপ্রিম কোর্টই আমাদের দেশকে বাঁচাতে পারে।” রাজ্য এবং রাজ্যপাল সংঘাত ইস্যুতেও এদিন নিজের মত ব্যক্ত করেন তিনি। তাঁর বক্তব্য, ‘‘পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী রাজ্য হওয়া সত্ত্বেও এখানে নিরাপত্তা সব থেকে ভাল। কলকাতা দেশের সব থেকে নিরাপদ শহর। সিপিএম আমলে একটা এফআইআর পর্যন্ত করতে দেওয়া হত না। বাংলায় যা স্বাধীনতা আছে দেশের আর কোথাও নেই।” এ দিন আগামী লোকসভা ভোটে জোট প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট জানিয়ে দেন, তৃণমূল কংগ্রেস কোনও জোটে যাবে না, একাই লড়বে। তাঁর বক্তব্য, ‘‘লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এবং মানুষের জোট হবে। সিপিএম-কংগ্রেসের সঙ্গে যাবে না তৃণমূল। ২০২৪ লোকসভা নির্বাচনে একা লড়বে তৃণমূল।”