৯৫ তম অস্কারের অন্যতম চমক ছিল কার্পেটের রং। ১৯৬১ সালের পরে এই প্রথমবার বদলে গেল ‘রে়ড’ কার্পেট। লাল নয়, অস্কারের কার্পেট হল শ্যাম্পেন রঙের। আর যখন ৪৫ দিন বাকি মূল অনুষ্ঠানের, তখন আচমকা এই পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। ‘‘কার্পেটের রং সূর্যাস্তের মতো, কারণ এটি স্বর্ণ সন্ধ্যার আগের মুহূর্ত”, বলেন অস্কারের ক্রিয়েটিভ টিমের মুখ্য লিসা লাভ। কিন্তু, এই পরিবর্তন নিয়ে ঠাট্টা কম হয়নি। সকলে হেঁটে যাওয়ার পরে কার্পেট নোংরা হয়ে যাবে বলেও মন্তব্য করেন অনেকে। প্রত্যেকের পোশাকের সঙ্গে মানানসই, নয়নাভিরাম রঙের প্রয়োজনেই লাল রং এ বার বাদ পড়েছে বলে মনে করছেন অনেকে।