মনোনয়ন পর্বের প্রথম দিন থেকেই নানান জেলা থেকে অশান্তির খবর আসছে। শাসক দল বিরোধী প্রার্থীদের মনোনয়ন জমা দিতে বাধা দিচ্ছে বলে এক জোটে অভিযোগ করছে বিজেপি-কংগ্রেস-সিপিএম। পাল্টা শাসকদলের দাবি, বিরোধীদের সব আসনে প্রার্থী দেওয়ার মতো পরিস্থিতি নেই বলেই তারা মিথ্যে অভিযোগ আনছে। এই তরজার মধ্যেই এক অন্য ছবি ধরা পড়ল আসানসোলের সালানপুর ব্লকে। সেখানে মনোনয়ন কেন্দ্রের বাইরে বিজেপি, সিপিএম এবং কংগ্রেস প্রার্থীদের গোলাপ ফুল দিয়ে, জল এবং চা খাইয়ে মনোনয়ন কেন্দ্রে স্বাগত জানাচ্ছেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। স্থানীয় বিধায়ক বিধান উপাধ্যায়ের নির্দেশেই এই কর্মসূচি, জানালেন তৃণমূলের ব্লক সভাপতি ভোলা সিংহ। তিনি বলেন, “কোনও ঝামেলা বা দ্বন্দ্ব নয়, আমরা সবাই চাই শান্তিপূর্ণ নির্বাচন।”