Panchayat Vote

সিভিক ভলান্টিয়ার নিয়ে প্রশ্ন! কমিশন চাইলে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিতে পারে: হাই কোর্ট

মনোনয়ন পত্র জমা দেওয়ার জন্য আরও বাড়তি সময় দেওয়ার পরামর্শ কমিশনকে দিয়েছে আদালত।

প্রতিবেদন: প্রচেতা, সম্পাদনা: বিজন

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১২ জুন ২০২৩ ১৭:১৭
Share:
Advertisement

রাজ্যে পঞ্চায়েত ভোটের দামামা বেজে গেছে। এক দফায় ভোট। আদালতের নির্দেশের কারণে কোনও বদল না হলে রাজ্যে পঞ্চায়েত ভোট হতে চলেছে ৮ জুলাই। ভোট গণনা হবে ১১ জুলাই। ইতিমধ্যেই জেলায় জেলায় মনোনয়ন পত্র জমা দিতে শুরু করেছেন প্রার্থীরা। একাধিক জেলায় শাসকের বিরুদ্ধে প্রহসনের অভিযোগ করেছে বিরোধীরা। এই পরিস্থিতিতে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। সেই মামলার শুনানিতে ‘গণতান্ত্রিক উপায়ে ভোট গ্রহণ’ এবং ‘সুষ্ঠুভাবে ভোট’ পরিচালনার পক্ষেই সওয়াল করেছে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। আদালতের পর্যবেক্ষণ, সিভিক ভলান্টিয়ার দিয়ে ভোট নয়। কমিশন চাইলে কেন্দ্রীয় বাহিনীর সহায়তা নিতে পারে। মনোনয়ন পত্র জমা দেওয়ার জন্য আরও বাড়তি সময় দেওয়ার পরামর্শও কমিশনকে দিয়েছে আদালত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement