মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনেও থমথমে ভাঙড়। ভাঙড় ১ এবং ২— দু’টি বিডিও অফিস চত্বরেই জড়ো হয়েছেন তৃণমূল এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ)-এর কর্মীরা। দুই পক্ষের কর্মীদেরই বিভিন্ন এলাকায় লাঠি হাতে জড়ো হয়ে থাকতে দেখা গিয়েছে। মোতায়েন রয়েছে পুলিশও। গোটা এলাকা জুড়ে বিভিন্ন জায়গায় চলছে টহলদারি। এ দিনও শাসক দলের বিরুদ্ধে মনোনয়নপত্র জমা দেওয়ায় বাধা দেওয়ার অভিযোগ এনেছে সিপিএম। ভাঙড়-২ ব্লকে সিপিএম অভিযোগ করেছে, মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার পথে তাঁদের প্রার্থী গিয়াসুদ্দিন মোল্লার কাগজপত্র ছিঁড়ে দেওয়া হয়েছে। তৃণমূল সমর্থকরা তাঁকে মারধর করেছেন বলেও অভিযোগ। তবে সব অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। নতুন করে শাসক-বিরোধী সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ।