প্রতিবেদন: সৌরভ ও প্রচেতা
‘গণ্ডগোলের কারণে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রার্থী দিতে পারেনি আইএসএফ ও সিপিএম’, অকপট ভাঙড়ের ‘তাজা নেতা’ আরাবুল ইসলাম। তাঁর দাবি, নওশাদ বিধায়ক হওয়ার পরে কাজ করতে পারেননি, তাই মানুষ আইএসএফের সঙ্গে আর নেই। আরাবুলের সংযোজন, মনোনয়নের সময় বাইরে থেকে লোক এনে ঝামেলা পাকিয়েছে আইএসএফই। পঞ্চায়েত ভোটের দিনের হিংসার জন্য সব দায় আইএসএফের উপরেই চাপাচ্ছেন তৃণমূল নেতা। তাঁর অভিযোগ, এ দিন ভোর থেকেই ভাঙড়ে বিভিন্ন বুথ দখল করে নওশাদের দল। তিনি শান্তিপূর্ণ নির্বাচন চান, ভাঙড়ে সব জায়গায় শান্তিতেই ভোট দিচ্ছেন মানুষ, জানাচ্ছেন আরাবুল ইসলাম। ভাঙড়ে সব ক’টি আসনে জেতার ব্যাপারেও আত্মবিশ্বাসী তিনি।