Workers' Protest

‘নামেই পার্টনার’, অ্যাপ-নির্ভর পরিষেবা প্রদানকারী সংস্থার বিরুদ্ধে বিক্ষোভে কর্মীরা

পরিষেবা গ্রাহকদের বিরুদ্ধে কোনও অভিযোগ থাকলেও তা সংস্থাকে জানানোর ব্যবস্থা নেই বলে দাবি বিক্ষোভকারী কর্মীদের।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২৬ জুন ২০২৩ ১৮:৪৪
Share:
Advertisement

কর্মীদের বন্ধ করে দেওয়া আইডি ফের চালু করতে হবে। নিয়মিত কাজ দিতে হবে, নতুন করে কাউকে কাজে নেওয়া যাবে না। যে পরিষেবা তাঁদের আদৌ দেওয়ার কথা নয়, গ্রাহকদের তরফ থেকে সে রকম দাবি আসলে তার যথাযথ সুরাহা মেলে না কোম্পানি থেকে। কাজের মধ্যে অসুস্থ হয়ে পড়লেও কোম্পানি দায়িত্ব নেয় না বলে অভিযোগ। এ রকম একাধিক দাবিতে সল্টলেকের সেক্টর ৫-এ একটি অ্যাপ-নির্ভর পরিষেবা প্রদানকারী সংস্থার কর্মীরা বিক্ষোভ দেখালেন সোমবার দুপুরে। কোম্পানির দফতরে বিক্ষোভ সামলাতে আসে পুলিশও। শেষ পর্যন্ত সংস্থার কর্তাদের সঙ্গে নিজেদের দাবিদাওয়া নিয়ে বৈঠকে বসেন বিক্ষুব্ধ কর্মীরা। বিক্ষোভকারীদের বক্তব্য, খাতায়কলমে তাঁদের কোম্পানি ‘পার্টনার’ বা ‘অংশীদার’ বললেও আদৌ সেই মর্যাদা পান না তাঁরা। আনন্দবাজার অনলাইন কর্মী-বিক্ষোভ সম্পর্কে সংস্থার প্রতিক্রিয়া জানতে চাইলেও তারা এ ব্যাপারে নিজেদের বক্তব্য জানাতে চাননি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement