একে দুর্নীতির কাঁটা, তার উপর প্রার্থীপদ নিয়ে দলীয় কোন্দল। কোথাও কোথাও আবার ‘বিদ্রোহ’ ঘোষণা করেছেন দলেরই বিধায়ক। এই পরিস্থিতিতে পঞ্চায়েত ভোটের আগে প্রথম জনসভা থেকেই কড়া বার্তা দিয়ে রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ‘চোরদের প্রার্থী করেছে তৃণমূল’, বিরোধীদের এই অভিযোগ উড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যুব তৃণমূল জেলায় জেলায় ঘুরে মানুষের মতামত নিয়েছে, ৯৯ শতাংশ ক্ষেত্রেই প্রার্থী নির্বাচন সঠিক হয়েছে। এরপরই তাঁর বক্তব্য, “১ শতাংশ জায়গায় যাঁরা চুরি করেছেন তাঁরা প্রার্থীও হতে চেয়েছেন। আমরা তাঁদের প্রার্থী করিনি।” কোচবিহারের জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা, আগামী দিনে পঞ্চায়েত নিজেরাই নিয়ন্ত্রণ করবেন। যার অর্থ, তৃণমূলের নীতি নির্ধায়ক দ্বারাই নিয়ন্ত্রিত হবে ত্রিস্তর পঞ্চায়েত। এ দিন পশ্চিমবঙ্গবাসীকে আশ্বস্ত করে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা যায়, সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কোনও টাকা পয়সা দিতে হবে না। যদি কেউ অর্থ চায়, তাহলে তাঁর ছবি তুলে সরাসরি অভিযোগ জানানোর কথাও বলেন তিনি।