Netaji Subhas Chandra Bose
নেতাজি-সাজে ঘোড়ায় বসে খুদে, এলগিন রোডের বসতবাড়িতে সুভাষের ১২৬তম জন্মবার্ষিকী পালন
সোমবার, ২৩ জানুয়ারি দেশজুড়ে পালিত হল নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৬তম জন্মদিন। নেতাজিকে শ্রদ্ধা জানাতে কলকাতায় তাঁর বাসভবনে শহরবাসী ভিড় জমিয়েছিলেন সকাল থেকেই।
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২৩ ১৮:১২
সুভাষচন্দ্র বসুর ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে স্কুল-কলেজের পড়ুয়া-সহ নানান বয়সের মানুষ ভিড় জমান এলগিন রোডের নেতাজি ভবনে। ঘুরে দেখেন মিউজিয়ামে সংগৃহীত নেতাজির ব্যবহৃত নানান সামগ্রী। সোমবার সকাল থেকেই বেশ কিছু অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল নেতাজি রিসার্চ ব্যুরোর তত্ত্বাবধানে। সংগীতশিল্পী এআর রহমানের গানের দলও সংগীত পরিবেশন করেছে।
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের
Google News,
X (Twitter),
Facebook,
Youtube,
Threads এবং
Instagram পেজ)