প্রতিবেদন ও চিত্রগ্রহণ: তীর্থঙ্কর, সম্পাদনা: বিজন
ব্রিটিশ আমলে হাতিবাগান সংলগ্ন এলাকায় তেলেভাজার দোকান তৈরি করেছিলেন খেদু সাউ। খেদুবাবুর দোকান এখন চালাচ্ছেন তাঁর নাতি কেষ্টকুমার গুপ্ত। শোনা যায়, স্কটিশ চার্চে লেখাপড়া করার সময় থেকেই এই দোকানে আসতেন সুভাষ চন্দ্র বসু, পরে এই দোকানঘরই হয়ে উঠেছিল বিপ্লবীদের ‘ইনফেরমেশন সেন্টার’। গুপ্ত বৈঠকের খবর চালাচালি থেকে আগামীর রণকৌশল, খাতায় কলমে না হলেও ‘লক্ষ্মীনারায়ণ সাউ অ্যান্ড সন্স’ ছিল আক্ষরিক অর্থেই বিপ্লবীদের ‘পোস্ট অফিস’। নেতাজির সঙ্গে কী সম্পর্ক এই দোকানের, মিথ থেকে সত্যের সন্ধানে আনন্দবাজার অনলাইন।