অক্সিজেন ছাড়া এভারেস্ট জয় করেছিলেন। তার ১০ মাস পর আবার জোড়া শৃঙ্গ জয়ের লক্ষ্যে চন্দননগরের পিয়ালি বসাক। দু’টি শৃঙ্গেরই উচ্চতা আট হাজার মিটারের বেশি। একটি অন্নপূর্ণা (৮০৯১ মিটার) এবং অন্যটি মাকালু (৮৪৮১ মিটার)। ৭ মার্চ রওনা দেবেন পিয়ালি। অক্সিজেন ছাড়াই পৃথিবীর পঞ্চম উচ্চতম শৃঙ্গ মাকালু এবং দশম উচ্চতম শৃঙ্গ অন্নপূর্ণা শৃঙ্গে উঠবেন পিয়ালি। অন্নপূর্ণা খুবই বিপজ্জনক শৃঙ্গ। এখানে পর্বতারোহীদের মৃত্যুর হার সব থেকে বেশি।
তবে এই পর্বতারোহণের খরচ অনেক। অন্নপূর্ণা অভিযানে ৩০ লক্ষ টাকা প্রয়োজন। যা নেপালে পৌঁছে অভিযান শুরুর আগেই দিতে হবে। সেই টাকা কোথা থেকে আসবে, তা জানা নেই পিয়ালির। এর আগে এভারেস্ট অভিযানে বহু মানুষের সাহায্য মিলেছে। এ বারও সে রকমই সাহায্য চাইছেন পিয়ালি।