Kashmir

দিনেদুপুরে গুলি, ভূ্স্বর্গে সংখ্যালঘুদের উপর আক্রমণ! খুন কাশ্মীরি পণ্ডিত

ভূস্বর্গে জঙ্গির গুলিতে হত কাশ্মীরি পণ্ডিত। ঘটনায় তদন্ত শুরু করেছে কাশ্মীর পুলিশ। গ্রামে গ্রামে চলছে নজরদারি।

সম্পাদনা: বিজন

সংবাদ সংস্থা
কাশ্মীর শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:২৮
Share:
Advertisement

অক্টোবরের পর এই প্রথম, ভূস্বর্গে আততায়ীদের নিশানায় কোনও কাশ্মীরি পণ্ডিত। রবিবার সকালে জঙ্গি কার্যলকাপের শিকার হলেন সঞ্জয় শর্মা নামের এক ব্যক্তি। পিটিআই সূত্রে খবর, সঞ্জয় একজন ব্যাঙ্ক নিরাপত্তা রক্ষী ছিলেন। এ দিন তাঁকে উদ্দেশ্য করেই গুলি চালায় জঙ্গিরা। জখম অবস্থায় সঞ্জয়কে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা সঞ্জয় শর্মাকে মৃত ঘোষণা করেন। গত বছর অক্টোবরে একই রকম ভাবে জঙ্গির গুলিতে নিহত হয়েছিলেন পুরন কৃষ্ণ নামের এক কৃষক। তার পাঁচ মাসের মাথায় ফের কাশ্মীরি পণ্ডিত খুন! ২০১৯ সালে ভারত সরকার কর্তৃক জম্মু এবং কাশ্মীরের বিশেষ মর্যাদা (৩৭০ ধারা) খর্ব করার পর থেকেই ভূস্বর্গে সংখ্যালঘুদের উপর আক্রমণ তুলনামূলকভাবে বৃদ্ধি পায়। ২০২১ সালে যা আক্ষরিক অর্থেই গভীর চিন্তার বিষয় হয়ে উঠে। গত বছরও অনেকের প্রাণ যায়। তবে নতুন বছরে এই প্রথম কাশ্মীরের কোনও সংখ্যালঘুকে গুলি করে হত্যা করা হল। ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে কাশ্মীর পুলিশ। ঘিরে ফেলা হয়েছে ঘটনাস্থল, গ্রামে গ্রামে চলছে কড়া নজরদারি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement