তিন টাকা কিলোগ্রাম প্রতি দরে বিকোচ্ছে মালদহের আম! শুনতে অবাক লাগছে? অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। মালদহের বাজারে ঘুরলে সহজেই পাওয়া যাবে এই আম। তীব্র গরমে গাছ থেকে ঝরে পড়ছে কাঁচা আম। আর তা কুড়িয়ে বাগান মালিক বিক্রি করছেন। এই রাজ্য-সহ ভিন্ রাজ্যে আচার প্রস্তুতকারক সংস্থাগুলিকে পাঠানো হচ্ছে ওই আম। বাগান থেকে ব্যবসায়ীরা এই আম কিনে তা লবণ মাখিয়ে সরবরাহ করছেন ওই সংস্থাগুলিতে। মে মাসের মাঝামাঝি থেকে মালদহে পাকে আম। তার আগে এর ঝরে পড়া কাঁচা আম বিক্রি করছেন ব্যবসায়ীরা।