ওড়িশায় বাংলার পর্যটকদের জন্য অতিথিশালা করবে পশ্চিমবঙ্গ সরকার। আর তার জন্যই জমি দেখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবীন পট্টনায়েকের রাজ্যে ‘বাংলা নিবাস’ তৈরির জন্য যে জমি প্রাথমিকভাবে দেখা হল, তা মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দ হয়েছে। যার ভাব প্রকাশ করতে গিয়ে সাংবাদিকদের উদ্দেশে ওড়িয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় বলার চেষ্টা করেন, “জমি দেখেন্তি, পছন্দ হন্তি”। এরপর জমি পাওয়ার বিষয়ে যে তিনি নবীন পট্টনায়েকের সঙ্গে সাক্ষাৎ করে কথা বলবেন, সে কথাও জানিয়েছেন তিনি। রাজনৈতিক আলাপ-আলোচনার বিষয়ে প্রশ্ন করা হলে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, “নবীনজির (পট্টনায়েক) সঙ্গে আমার আগেও দেখা হয়েছে। তিনি আমাকে রাষ্ট্রীয় অতিথি করেছেন। বাংলা নিবাস তৈরির বিষয়ে আমাদের কথা হবে।”