প্রতিবেদন: স্রবন্তী, চিত্রগ্রহণ ও সম্পাদনা: ঋতুরাজ
‘বিপ্লব যবে শুরু হয়েছিল তুমি ছিলে পুরোভাগে, ধর-পাকড়ের মাহেন্দ্রক্ষণে তুমিই ভেগেছো আগে’ – সৌরভের কবিতা লেখার অনুপ্রেরণা তুষার রায়। এছাড়াও ভাস্কর চক্রবর্তী এবং ফাল্গুনী রায়ের কবিতা পড়তে ভালবাসেন তিনি।
অভিনেতার কাছে ভাল ছবির সংজ্ঞা কী? “ভাল খারাপ আপেক্ষিক বিষয়। বাজারে ছবি চলছে মানেই ভাল ছবি আর চলছে না বলে খারাপ ছবি, তা কিন্তু নয়। আমার কাছে ভাল ছবির অর্থ, ছবিতে বিনোদনের উপাদানের সঙ্গে সঙ্গে নান্দনিকতাও থাকবে।’’
‘‘‘আমরা আগে সুখে থাকার চেষ্টা করতাম। তবে এখন সামাজিকমাধ্যমে সবাই ‘আমি কত সুখী’ দেখানোর চেষ্টা করি। দু’টোর মধ্যে মারাত্মক বাস্তবিক ফারাক রয়েছে,” ওটিটি প্রসঙ্গে মত সৌরভের।
“কলেজ জীবনে আড্ডা দিতে গিয়ে অদ্ভুত কারণে পুলিশে ধরেছিল একবার। মুচলেকা লেখার সময় বাবার নাম শক্তি চট্টোপাধ্যায় আর নিজের নাম মুক্তি চট্টোপাধ্যায় লিখেছিলাম। পরে পুলিশ নাম জিজ্ঞেস করলে ভয়ের চোটে উল্টো বলে ফেলেছিলাম।” নস্টালজিয়া ফিরে এল সৌরভের কথায়।