Mamata Banerjee

নিজের হাতে ভিত্তিপ্রস্তরের গাঁথনি দিলেন মমতা, সিঙ্গুরে উদ্বোধন হল পথশ্রী-রাস্তাশ্রী প্রকল্পের

বিধানসভার বাজেট অধিবেশনে পথশ্রী-রাস্তাশ্রী প্রকল্পের জন্য তিন হাজার কোটি টাকা বরাদ্দ করেছিল রাজ্য সরকার।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৩ ১৫:১৪
Share:
Advertisement

গ্রামে গ্রামে ১২ হাজার কিলোমিটারেরও বেশি নতুন রাস্তা তৈরি, পুরনো রাস্তা সংস্কার ও রক্ষণাবেক্ষণের কাজ হবে। সেই জন্য পথশ্রী-রাস্তাশ্রী প্রকল্পে ৩ হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছিল শেষ রাজ্য বাজেটে। মঙ্গলবার প্রকল্পের উদ্বোধন হয়ে গেল সিঙ্গুরে। সিঙ্গুর-২ নং গ্ৰাম পঞ্চায়েতের রতনপুর নেতাজি সঙ্ঘ থেকে আথালিয়া নবোদয় সঙ্ঘ পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের হাতেই ওই ভিত্তিপ্রস্তরের ইট-সিমেন্টের গাঁথনি দেন মমতা। এর পর অনুষ্ঠান মঞ্চ থেকে তিনি ভার্চুয়ালি রাজ্যের অন্যান্য জেলাতেও এই প্রকল্পের শিলান্যাস করেন।

সরকারের দাবি, এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের ২৯,৮৭৫টি গ্রামের মানুষ উপকৃত হবেন। উল্লেখ্য, একের পর এক দুর্নীতির অভিযোগে যখন তৃণমূল সরকার বিদ্ধ, তখন পঞ্চায়েত ভোটের আগে নতুন প্রকল্পের উদ্বোধন করলেন মমতা। সেই সিঙ্গুর, যেখানকার জমি আন্দোলন থেকে তৃণমূলের রাজ্য রাজনীতিতে পুনরুত্থানের শুরু।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement