লিথুয়ানিয়ায় শেখানো হবে হিন্দি, ভারত-লিথুয়ানিয়ান সাংস্কৃতিক মেলবন্ধনে উদ্যোগী রাষ্ট্রদূত
লিথুয়ানিয়ান দূতাবাসের উদ্যোগে দিল্লির একটি স্কুলের দেওয়াল সেজে উঠল সংস্কৃত ও লিথুয়ানিয়ান অক্ষরে।
সংবাদ সংস্থা
নয়াদিল্লিশেষ আপডেট: ২৮ মার্চ ২০২৩ ১৪:৪৯
Share:
Advertisement
সংস্কৃত ও লিথুয়ানিয়ান ভাষার মধ্যে সাদৃশ্য খুঁজে পেয়েছেন লিথুয়ানিয়ান রাষ্ট্রদূত। তাই, দুই দেশের সাংস্কৃতিক মেলবন্ধনের উদ্যোগ নিয়েছেন তিনি। সেই উদ্দেশ্যেই দিল্লির একটি স্কুলের দেওয়াল সেজে উঠল সংস্কৃত ও লিথুয়ানিয়ান অক্ষরে।