প্রতিবেদন: প্রচেতা, সম্পাদনা: বিজন
বুধবার দুপুর ১২টা থেকে রেড রোডের অস্থায়ী মঞ্চে কেন্দ্রীয় সরকারের ‘আর্থিক বঞ্চনা’র প্রতিবাদে ধর্নায় বসেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবারও ধর্না জারি থাকার কথা। বুধবারের রাত ধর্না মঞ্চেই কাটান রাজ্যের মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন তাঁর দলের মহিলা সহকর্মীরা। সারা রাত ধরেই ধর্না মঞ্চ চত্বরে তৃণমূল কর্মী-সমর্থকদের আনাগোনা চলেছে। ছিলেন যুব তৃণমূলের কর্মীরাও। রাত ১১টার একটু পরে মমতা মঞ্চ থেকে নেমে লাগোয়া অস্থায়ী অফিসে যান।
বুধবার রাত থেকেই রেড রোডে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়। বৃহস্পতিবার সকালেও বন্ধই রয়েছে রেড রোড। দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গেই ভিড় জমাতে শুরু করেছেন দলের আরও অনেক কর্মী-সমর্থকেরা। বেড়েছে পুলিশি তৎপরতাও। ধর্নার দ্বিতীয় দিনের শুরুর ছবি সরাসরি আনন্দবাজার অনলাইনে।