অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে মোকা। ক্রমেই বাংলাদেশের দিকে এগোচ্ছে সে। এই মুহূর্তে ‘মোকা’র গতি ঘণ্টায় ১৮০ থেকে ১৯০ কিলোমিটার। ঝোড়ো হাওয়ার গতি ঘণ্টায় ২১০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। মাঝরাতে মোকা আরও শক্তি বাড়াতে পারে বলে পূর্বাভাস। তবে স্থলভাগে আছড়ে পড়ার সময় একটু শক্তি হারাতে পারে ঘূর্ণিঝড়।
মোকার প্রভাবে রবিবার পর্যন্ত কলকাতা এবং দুই ২৪ পরগনার আকাশ মেঘলা থাকতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী সোমবার থেকে দক্ষিণবঙ্গে ৩ থেকে ৫ ডিগ্রি তাপমাত্রা বাড়ার পূর্বাভাস রয়েছে।