প্রতিবেদন: প্রচেতা, সম্পাদনা: শুভাশিস
সোমবার আদালতে হাজির করানো হয় অয়নকে। আদালতে তাঁর বিরুদ্ধে বেশ কিছু নথি পেশ করে ইডি। তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, পার্থ এবং অয়নের মধ্যে যোগাযোগের স্পষ্ট উল্লেখ রয়েছে ওই নথিতে। অয়নের ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথি ঘেঁটে অন্তত ৫০ কোটি টাকার লেনদেনের প্রমাণও পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে ইডি সূত্রে। রবিবার প্রায় ৩৭ ঘণ্টা তল্লাশি চালানোর পর বাড়ি থেকেই গ্রেফতার হন অয়ন। অভিযোগ, তাঁর কাছ থেকে চাকরির পরীক্ষার একাধিক উত্তরপত্র বা ওএমআর শিট এবং তার প্রতিলিপি পাওয়া গিয়েছে।