নতুন বছরেও বক্স অফিসে খাদান ঝড় অব্যাহত। নেগেটিভ চরিত্রে ফের চর্চায় যীশু সেনগুপ্তের অভিনয়। তবে এই প্রশংসায় ভেসে যেতে রাজি নন অভিনেতা। তাঁর দাবি, একটা সময় ছবি হিট করত না বলে কপালে জুটেছিল 'আনলাকি' তকমা। তাই জীবনে খারাপ সময় এলে প্রশংসা এক লহমায় বদলে যেতে পারে তিরস্কারে। যদিও তিনি মনে করেন ‘খাদান’ ঘিরে এখন উৎসব চলছে। তার কারণ বাংলার মাটির গল্প তুলে ধরা হয়েছে এই ছবিতে। সেই সঙ্গে ব্যক্তিগত জীবন নিয়ে কারও সঙ্গে আলোচনা করতে রাজি নন বলেই জানিয়েছেন যীশু। যদিও তাঁকে নিয়ে লেখালিখি উপভোগ করছেন বলে জানিয়েছেন খাদানের ‘মোহন’।