প্রতিবেদন: প্রিয়ঙ্কর
সম্প্রতি ছাত্রছাত্রী সংসদ নির্বাচনের দাবিতে বার বার উত্তাল হয়েছে কলকাতা মেডিক্যাল কলেজ। ক়র্তৃপক্ষকে ঘেরাও, বারো দিনের অনশন, নাগরিক মিছিল আর গণ কনভেনশনের পরে এ বারে পড়ুয়ারা নিজেরাই নির্বাচনের ব্যবস্থা করলেন। ২২ ডিসেম্বর সকাল সাড়ে ৯টা থেকে শুরু হওয়া এই ভোটে পর্যবেক্ষকের দায়িত্বে বিনায়ক সেন, বোলান গঙ্গোপাধ্যায়, সুজাত ভদ্র ও অম্বিকেশ মহাপাত্র। কেমন চলছে নির্বাচন? ভোটের সকালে মেডিক্যাল কলেজের মেজাজ কী রকম? ঘুরে দেখল আনন্দবাজার অনলাইন।