প্রতিবেদন: প্রচেতা, চিত্রগ্রহণ: সুব্রত, সম্পাদনা: অলোক
শুরু হয়ে গিয়েছে কলকাতা বইমেলা। ‘বইমেলা প্রাঙ্গনে’ অনুষ্ঠিত হচ্ছে এবারের মেলা। গিল্ডের সভাপতি জানিয়েছেন বছরের শেষেই দিল্লিতে অনুষ্ঠিত হতে পারে কলকাতা বইমেলার ক্ষুদ্র সংস্করণও। কিন্তু বইমেলার ব্যপ্তি এখানেই থেমে নেই। এবার স্পেনে যাওয়ার আমন্ত্রণ পেল কলকাতা বইমেলা। গিল্ডের তরফে জানানো হয়েছে, ২০২৫-এ মাদ্রিদে যে বইমেলা হবে, সেই বইমেলায় থিম দেশ ভারত। সেখানেই অংশ নিতে পারে কলকাতা বইমেলা, জানালেন পাবলিশার্স ও বুক সেলার্স গিল্ডের সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায়।