রবি এবং সোম দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রতি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা হাওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। মঙ্গল থেকে টানা ৭২ ঘণ্টা বজ্রপাত-সহ বৃষ্টিপাতের সম্ভবনা থাকছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং পূর্ব বর্ধমানে। তাপপ্রবাহের আশঙ্কা থাকছে পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে। কলকাতা এবং কলকাতা সংলগ্ন অঞ্চলে আগামী দু’দিন তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৩৪ ডিগ্রি। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পঙ, জলপাইগুড়ি-সহ ৫ জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা সৌরিশ বন্দ্যোপাধ্যায়। মালদা এবং দুই দিনাজপুরে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহওয়া দফতরের।