ভিডিয়ো সৌজন্য: পিটিআই
সঙ্কটের মুখে কাশ্মীরের ব্যাট তৈরির শিল্প। বিশ্বে বেড়ে চলা ক্রিকেট প্রতিযোগিতা এবং সেই অনুযায়ী ব্যাট তৈরি করতে গিয়ে অবলুপ্তির পথে শতাব্দী প্রাচীন শিল্প। ব্যাটের চাহিদা পূরণে যে ভাবে বৃক্ষছেদন হচ্ছে, তাতে আগামী পাঁচ বছরেই ধ্বংস হয়ে যাবে শিল্প, আশঙ্কা এমনই। দশ বছর আগেও কাশ্মীরে বছরে আড়াই লক্ষ ব্যাট তৈরি হত। এখন সেখানে প্রতি বছর ৩০ লক্ষ ব্যাট তৈরি হচ্ছে। এই চাহিদা পূরণে প্রয়োজন পর্যাপ্ত পরিমাণ ‘কাশ্মীর উইলো’। ভূস্বর্গে এই বাণিজ্যের সঙ্গে যাঁরা জড়িত, তাঁরা সরকারের কাছে উইলো গাছ লাগানোর আবেদন করছেন। সরকার সেই দাবি পূরণ করার চেষ্টা করলেও পর্যাপ্ত পরিমাণ গাছ এখনও রোপন করা সম্ভব হয়নি।