রাজস্থানের জয়পুরের ব্যবসায়ী ভীমরাজ শর্মা গরুর গোবর দিয়ে কাগজ বানাচ্ছেন। “হাতির গোবর থেকে কাগজ বানানো হলে গরুর গোবর দিয়ে কেন হবে না?”, মেয়ের এই প্রশ্নের পরেই ভীমরাজ গরুর গোবর দিয়ে পরিবেশবান্ধব কাগজ তৈরির কথা ভাবেন। মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া-সহ বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে এই কাগজ। কাগজ থেকে বছরে প্রায় কোটি টাকা উপার্জন করছেন ভীমরাজ। আগামি বছরে তা আরও বাড়বে বলে তাঁর আশা।