প্রতিবেদন ও চিত্রগ্রহণ: সৌরভ, সম্পাদনা: শুভাশিস
এগিয়ে যাওয়ার যুগে কেন পিছিয়ে পড়ছে মাতৃভাষা? মায়ের বুলি পাল্টে যাওয়াতেই কি পাল্টে যাচ্ছে সন্তানের ভাষাও? ইংরেজি, হিন্দির আগ্রাসন, সঙ্গে বাজার সর্বস্বতা— কী হবে বাংলা ভাষার ভবিষ্যৎ? “ভাষাই মানুষের চিরন্তন দেশ। ভাষার সঙ্গে মানুষের হাজার বছরের যে সম্পর্ক, সেটা যদি অনুভব না করে, তাহলে সেই মানুষকে যে কোনও সময়, যে কোনও উপায়ে পুতুলের মতো ব্যবহার করা যায়। মানুষকে পুতুল বানাতে হলে, ভাষার ঐতিহ্য থেকে মানুষকে টেনে বের করে নিয়ে আসতে হবে। বাজার মূলত এটাই করে। এটা রুখতে না পারলে, বাংলার যে সীমানা বৃদ্ধি হয়েছে, তা বিপন্নতার মুখে পড়বে। বাংলা ভাষা মরে যাওয়ার মতো অবস্থায় গিয়ে পৌঁছবে,” একুশে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আনন্দবাজার অনলাইনে অকপট যাদবপুরের শিক্ষক আব্দুল কাফি।