Spiderman

বড় পর্দায় ভারতীয় স্পাইডারম্যান! সত্যজিৎ রায়ের সঙ্গে যোগসূত্র?

নিউ ইয়র্কে দেখা হয়েছিল সত্যজিৎ রায় এবং স্ট্যান লি-র। আলোচনাও হয়েছিল স্পাইডারম্যানের ভারতীয় সংস্করণ নিয়ে!

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৩ ১৯:২৭
Share:
Advertisement

বড় পর্দায় জায়গা করে নিল স্পাইডারম্যানের ভারতীয় সংস্করণ। ‘স্পাইডারভার্স’-এ আসছে ‘পবিত্র প্রভাকর’। সম্প্রতি ‘স্পাইডার ম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার ভার্স’-এর ট্রেলার প্রকাশিত হল। এই ‘স্পাইডারভার্স’-এর সঙ্গে যোগসূত্র রয়েছে সত্যজিৎ রায়ের। সত্যজিৎ রায় চেয়েছিলেন স্পাইডারম্যানের ভারতীয়করণ করতে। নিউ ইয়র্কে যখন স্ট্যান লি-র সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তখন দু’জনে স্পাইডারম্যানের ভারতীয় সংস্করণের পরিকল্পনাও করেন। তবে তা বাস্তবায়িত হয়নি।

স্পাইডারম্যানের ভারতীয় সংস্করণের চারটি বই এর আগে প্রকাশিত হয়েছে। বড় পর্দায় এই প্রথম ‘পবিত্র প্রভাকর’ -এর দেখা মিলবে। ২ জুন মুক্তি পাচ্ছে ‘স্পাইডার ম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার ভার্স’।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement