প্রতিবেদন ও চিত্রগ্রহণ: প্রিয়ঙ্কর, সম্পাদনা ও গ্রাফিক: বিজন
পঞ্চায়েত ভোটের মনোনয়নের শুরু থেকেই বার বার বিরোধীদের প্রশ্নের মুখে বর্তমান নির্বাচন কমিশনার রাজীব সিংহের ভূমিকা। সুষ্ঠু ভাবে নির্বাচন পরিচালনায় ব্যর্থতার অভিযোগে তাঁকে ভর্ৎসনা করেছে কলকাতা হাই কোর্টও। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম তাঁর পর্যবেক্ষণে জানিয়েছিলেন, আদালতের কেন্দ্রীয় বাহিনী সংক্রান্ত নির্দেশ পালন করতে না চাইলে রাজ্য নির্বাচন কমিশনার রাজ্যপালের কাছে গিয়ে ইস্তফা দিতে পারেন। তার পরেই জানা যায়, রাজীবের যোগদান রিপোর্ট (জয়েনিং রিপোর্ট) ফেরত পাঠিয়েছেন রাজ্যপাল। প্রশ্ন ওঠে, এর পরেও কি কমিশনার পদে থাকতে পারবেন রাজীব সিংহ? কে নিয়োগ করেন রাজ্য নির্বাচন কমিশনারকে? রাজ্যপাল কি পদ থেকে সরাতে পারেন কমিশনারকে? রাজ্যপালের পদক্ষেপের ফলে কি সরে যেতে হবে রাজীব সিংহকে? এই বিতর্কের পর পঞ্চায়েত ভোটের ভবিষ্যৎ কী? আলোচনায় সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়। এ রকম সাংবিধানিক এবং আইনি সঙ্কটের নজির নেই, জানাচ্ছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।