প্রতিবেদন: সৌরভ, চিত্রগ্রহণ: প্রিয়ঙ্কর, সম্পাদনা: সুব্রত
নওশাদ সিদ্দিকি, ফুরফুরা শরিফের পিরজ়াদা। মহম্মদ আবু বকর সিদ্দিকি আল-কুরেশি’র পরিবারের চতুর্থ প্রজন্ম। আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। সমাজবদলের স্বপ্ন নিয়ে রাজনীতিতে। একুশ সালের বিধানসভা নির্বাচনে সংযুক্ত মোর্চার প্রার্থী এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের হয়ে ভাঙড় থেকে জয়ী। তৃণমূল এবং বিজেপি বিরোধী রাজনৈতিক শিবিরের চর্চিত মুখ। দলবদলের বাংলায় তাঁর মন্ত্রগুপ্তি ‘আস্থারক্ষা’। খুনোখুনির পঞ্চায়েতে ভাঙড়ের সঙ্গেই শিরোনাম হয়েছেন নওশাদ। একবার নয়, একাধিকবার। প্রাক্ নির্বাচনী হিংসা, অশান্তির আবহে ‘নিরাপত্তাহীনতায়’ আইএসএফ বিধায়ক। কীসের ভয় নওশাদের? শওকত-কাইজার-আরাবুল, ভাঙড়ে শাসকের ‘ত্রিফলা’র বিরুদ্ধে কোন রণকৌশলে ‘সংবিধানপন্থী’ পিরজ়াদা? বঙ্গে তৃণমূল বিরোধিতায় বিজেপির সঙ্গে ‘আঁতাত’? দিল্লিতে বিজেপি বিরোধিতায় আবার তৃণমূলকেই কি সমর্থন? কেনই বা আড়ালে আবডালে ‘ভাইজান’ আব্বাস? সব প্রশ্নের উত্তর নিয়ে আনন্দবাজার অনলাইনে একান্ত সাক্ষাৎকারে নওশাদ সিদ্দিকি।