পঞ্চায়েত ভোটে দুই প্রার্থীর বাড়ি পাশাপাশি। সম্পর্কে তাঁরা শাশুড়ি এবং বৌমা। পারিবারিক সম্পর্ক ভালই। কিন্তু ভোটের ময়দানে যুযুধান বৌ-শাশুড়ি দু’জনেই চান জিততে। বৌমা বলছেন, ‘‘ওঁর আশীর্বাদ নিয়েছি জেতার জন্য।’’ শাশুড়ির কথায়, ‘‘আমি তো বড়। তাই বড় ব্যবধানে জিততে চাই।’’ জমে উঠেছে হুগলির পাণ্ডুয়ার সিমলাগড় ভিটাসিন গ্রাম পঞ্চায়েতের ভোটের লড়াই। বাড়তি উত্তেজনার কারণ হল, দুই প্রার্থীই একই পরিবারের। সিপিএম প্রার্থীর নাম লক্ষ্মীরানি মান্ডি। বিজেপি প্রার্থীর নাম সোনালি মান্ডি। সিপিএম প্রার্থী সম্পর্কে বিজেপি প্রার্থীর খুড়শাশুড়ি। একই পরিবার থেকে পৃথক দুই দলের রাজনৈতিক লড়াইয়ের আঁচ পারিবারিক সম্পর্কে পড়তে দিতে চান না দু’জনই। তবে পরে কী হবে, জানেন না বৌমা। তিনি জানান, সম্পর্ক ঠিক রাখার চেষ্টা করে যাবেন। বাকিটা তাঁর হাতে নেই।