প্রতিবেদন: প্রিয়ঙ্কর, সম্পাদনা: সুব্রত
‘লিঙ্গ সাম্যের জন্য উদ্ভাবন ও প্রযুক্তি’— ২০২৩ সালের আন্তর্জাতিক নারী দিবসের থিম হিসাবে এটাই বেছে নিয়েছে রাষ্ট্রপুঞ্জ। সাইকেলের সঙ্গে নারী মুক্তির প্রশ্ন জড়িয়ে সেই উনিশ শতকের শেষ দিক থেকেই। সমাজের চোখরাঙানিকে অগ্রাহ্য করে মেয়েদের সাইকেলে সওয়ার হওয়ার গল্প অনেক পুরনো। উনিশ শতকে মেয়েদের মধ্যে নতুন এই প্রযুক্তির জনপ্রিয়তার সঙ্গে পাল্লা দিয়ে বদল এসেছে মেয়েদের পোশাকেও। এমনকি মেয়েদের ভোটাধিকার আন্দোলনেও জুড়ে গেছে সাইকেল। কী ভাবে? আন্তর্জাতিক নারী দিবসে, কলকাতার সাইকেল মেয়র শতঞ্জীব গুপ্তের মুখে মেয়েদের সাইকেল চাপা আর তার সঙ্গে নারী আন্দোলনের যোগের ইতিহাস।