সংবাদমাধ্যমের স্বাধীনতার বিশ্ব সূচকে ১১ ধাপ নীচে নামল ভারত। সম্প্রতি প্রকাশিত বিশ্ব তালিকায় ১৫০ থেকে নেমে ভারতের স্থান এখন ১৬১। অন্যদিকে, উল্লেখযোগ্য ‘উন্নতি’ করে ভারতের স্থানে ‘কব্জা’ পাকিস্তানের। দেশের রাজনৈতিক বিশৃঙ্খলার পরও ৯ ধাপ উন্নতি করে ১৮০ দেশের তালিকায় শ্রীলঙ্কা এখন ১৩৫-এ। ‘রিপোর্টারস উইদআউট বর্ডারস’ প্রকাশিত বিশ্ব তালিকা অনুযায়ী সংবাদমাধ্যমের স্বাধীনতা সূচকে সবার শীর্ষে নরওয়ে। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে যথাক্রমে আইসল্যান্ড এবং ডেনমার্ক। তালিকার একেবারে তলানিতে রয়েছে ভিয়েতনাম, চিন এবং উত্তর কোরিয়া।